ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়কে নিয়ন্ত্রণকারী এক জন সম্মানীত ট্রাস্টি মহোদয় আছেন। যিনি প্রত্যেক বছর শারদীয় দূর্গা পূজায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে বিতরণকৃত অর্থ পূজা মন্ডপে বিতরণ করে থাকেন।
যার তালিকা ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় থেকে প্রদান করা হয়। বিতরণকৃত তালিকা পরবর্তীতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে মাননীয় ট্রাস্টি মহোদয়ের মাধ্যমে প্রেরণ করা হয়।
হিন্দু ধর্মীয় ব্যক্তিদের মধ্যে যারা আর্থিকভাবে অস্বচ্ছল এবং দুস্থ্য তাদেরকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক অনুদান প্রতি বৎসরে একবার করে একাধিক ব্যক্তিকে দেওয়া হয়।
মন্দির, আশ্রম, শশ্মান ও ধর্মীয় অন্যান্য স্থাপনায় সংস্কারের জন্য অনুদান প্রদান করা হয়।
নির্দিষ্ট ফরম পূরণ করে অনুদান বিতরণ করা হয় যা মাননীয় ট্রাস্টি মহোদয়/হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট (প্রধান কার্যালয়, ১/আই, পরিবাগ, শাহবাগ, ঢাকা-১০০০) এর নিকট থেকে গ্রহণ করতে হয়।
০৪। সেবার ধাপঃ
ক) প্রকল্পের দলিলের বিধান অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের বিভিন্ন প্রশিক্ষণের বিবরণ নিম্নে দেয়া হলোঃ
প্রশিক্ষণের নাম | অংশগ্রহণকারী | অংশগ্রহণকারীর সংখ্যা | মোট কোর্স সংখ্যা | কোর্স অনুষ্ঠানের সময় | মন্তব্য |
শিক্ষক প্রশিক্ষণ | শিক্ষক/শিক্ষিকা | ১০০ জন | ০১ | ১৭/১০/২০১১-১৯/১০/২০১১ | ০৩ দিন/কোর্স |
মানব সম্পদ উন্নয়ন | হিন্দুধর্মীয় নেতৃবৃন্দ/ সেবাইত/ পুরোহিত | ৪০ জন | ০১ | ১৬/১১/১১-১৯/১১/১১ | ০৪ দিন/কোর্স |
শিক্ষক রিফ্রেশমেন্ট | শিক্ষক/শিক্ষিকা | ১০০ জন | ০১ | ২৭/০৬/২০১২ | ০১ দিন |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস