Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের আওতায় স্থাপিত শিক্ষা কেন্দ্রের তালিকা  নিম্নে দেওয়া হলোঃ

 

প্রকল্পের - ৩য় পর্যায়ের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সিটিজেন চার্টার নিম্নরূপঃ

 

Ø        প্রকল্পের নামঃ মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৩য় পর্যায়

Ø        মেয়াদকালঃ জুলাই ২০১০-জুন ২০১৩

 

ক্রমিক নং

সেবার ধরন

সেবাদানকারী প্রতিষ্ঠান

সেবাদানের সময়কাল

মন্তব্য

০১.

জেলা কার্যালয় স্থাপন।

 

প্রকল্প প্রধান কার্যালয়, ঢাকা

সংশ্লিষ্ট জেলায় প্রকল্প শুরু হওয়ার পর থেকে যত দ্রুত সম্ভব

০১ টি কার্যালয়

০২.

জনবল নিয়োগ

-

০৩.

 শিক্ষা কেন্দ্র বাছাই ও স্থাপন

জেলা কার্যালয় ও সংশ্লিষ্ট জেলার হিন্দু ধর্মীয় নের্তৃবৃন্দ

সংশ্লিষ্ট জেলায় বরাদ্দকৃত কেন্দ্র সংখ্যা (প্রাক-প্রাথমিক ও বয়স্ক)

০৪.

শিক্ষক/শিক্ষিকা নিয়োগ

সংশ্লিষ্ট নিয়োগ কমিটি

প্রয়োজনীয় সংখ্যক (প্রতি কেন্দ্রে অপেক্ষ্য মান এক জন করে)

০৫.

ছাত্র-ছাত্রী নির্বাচন

সংশ্লিষ্ট কেন্দ্র শিক্ষক

১০ দিন

প্রতি প্রাক-প্রাথমিক কেন্দ্রে ৩০ জন এবং বয়স্ক ২৫ জন করে।

০৬.

ছাত্র-ছাত্রী নির্বাচন পদ্ধতি

সংশ্লিষ্ট কেন্দ্র শিক্ষক

 

সুবিধাবঞ্চিত হিন্দু জনগোষ্ঠীর ছেলে মেয়ে যাদের বয়স ৪ থেকে ৬ বছর

০৭.

পাঠদান

সংশ্লিষ্ট কেন্দ্র শিক্ষক

০১ বছর

প্রাক-প্রাথমিক এ ৩ টি বিষয় এবং বয়স্ক ৪ টি বিষয়

০৮.

সুপারভিশন ও  মনিটরিং

সহকারী পরিচালক ও ফিল্ড সুপারভাইজার এবং বিভিন্ন মনিটরিং কমিটির সদস্য বর্গ

সমগ্র শিক্ষা কেন্দ্রে প্রকল্প সময়কালীন

সকল কেন্দ্রে প্রয়োজন অনুযায়ী।

০৯.

মঠ, মন্দির তালিকা ভুক্তকরণ

প্রধান কার্যালয়ের নির্দেশে  জেলা কার্যালয়

প্রকল্প চলাকালীন ব্যাপী

-

১০.

মঠ, মন্দির এর আর্থিক অনুদান ফরম বিতরণ

জেলা কার্যালয়

-

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক দেওয়া ফরম বিতরণ করা হয় মাত্র।

১১.

আর্থিক অনুদান (দুস্থ্য হিন্দু ধর্মাবলম্বীদের)

 জেলা কার্যালয় ফরম বিতরণ

-