মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের আওতায় স্থাপিত শিক্ষা কেন্দ্রের তালিকা নিম্নে দেওয়া হলোঃ
প্রকল্পের - ৩য় পর্যায়ের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সিটিজেন চার্টার নিম্নরূপঃ
Ø প্রকল্পের নামঃ মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৩য় পর্যায়
Ø মেয়াদকালঃ জুলাই ২০১০-জুন ২০১৩
ক্রমিক নং | সেবার ধরন | সেবাদানকারী প্রতিষ্ঠান | সেবাদানের সময়কাল | মন্তব্য |
০১. | জেলা কার্যালয় স্থাপন।
| প্রকল্প প্রধান কার্যালয়, ঢাকা | সংশ্লিষ্ট জেলায় প্রকল্প শুরু হওয়ার পর থেকে যত দ্রুত সম্ভব | ০১ টি কার্যালয় |
০২. | জনবল নিয়োগ | ঐ | ঐ | - |
০৩. | শিক্ষা কেন্দ্র বাছাই ও স্থাপন | জেলা কার্যালয় ও সংশ্লিষ্ট জেলার হিন্দু ধর্মীয় নের্তৃবৃন্দ | ঐ | সংশ্লিষ্ট জেলায় বরাদ্দকৃত কেন্দ্র সংখ্যা (প্রাক-প্রাথমিক ও বয়স্ক) |
০৪. | শিক্ষক/শিক্ষিকা নিয়োগ | সংশ্লিষ্ট নিয়োগ কমিটি | ঐ | প্রয়োজনীয় সংখ্যক (প্রতি কেন্দ্রে অপেক্ষ্য মান এক জন করে) |
০৫. | ছাত্র-ছাত্রী নির্বাচন | সংশ্লিষ্ট কেন্দ্র শিক্ষক | ১০ দিন | প্রতি প্রাক-প্রাথমিক কেন্দ্রে ৩০ জন এবং বয়স্ক ২৫ জন করে। |
০৬. | ছাত্র-ছাত্রী নির্বাচন পদ্ধতি | সংশ্লিষ্ট কেন্দ্র শিক্ষক |
| সুবিধাবঞ্চিত হিন্দু জনগোষ্ঠীর ছেলে মেয়ে যাদের বয়স ৪ থেকে ৬ বছর |
০৭. | পাঠদান | সংশ্লিষ্ট কেন্দ্র শিক্ষক | ০১ বছর | প্রাক-প্রাথমিক এ ৩ টি বিষয় এবং বয়স্ক ৪ টি বিষয় |
০৮. | সুপারভিশন ও মনিটরিং | সহকারী পরিচালক ও ফিল্ড সুপারভাইজার এবং বিভিন্ন মনিটরিং কমিটির সদস্য বর্গ | সমগ্র শিক্ষা কেন্দ্রে প্রকল্প সময়কালীন | সকল কেন্দ্রে প্রয়োজন অনুযায়ী। |
০৯. | মঠ, মন্দির তালিকা ভুক্তকরণ | প্রধান কার্যালয়ের নির্দেশে জেলা কার্যালয় | প্রকল্প চলাকালীন ব্যাপী | - |
১০. | মঠ, মন্দির এর আর্থিক অনুদান ফরম বিতরণ | জেলা কার্যালয় | - | হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক দেওয়া ফরম বিতরণ করা হয় মাত্র। |
১১. | আর্থিক অনুদান (দুস্থ্য হিন্দু ধর্মাবলম্বীদের) | জেলা কার্যালয় ফরম বিতরণ | - | ঐ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS